বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৪১
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:২৯

মির্জা ফখরুলের মন্তব্য দাবি করে মিথ্যা ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেননি এমন বিষয়ে ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ ছিল, বিকৃত হতো না, সঠিক ব্যাখ্যা হতো ইসলামের’ বলে মন্তব্য করেছেন দাবি করে ‘একাত্তর টিভি’ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। গত ২২ নভেম্বর প্রকাশিত একাত্তর টিভির একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্যের ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি একাত্তর টিভি। এটি এডিট করে ছড়ানো হয়েছে।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পাশাপাশি দেশের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে বাংলাফ্যাক্ট।