বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ২৩:৪১

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গণসংহতি আন্দোলনের

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস): মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আজ রোববার যৌথ বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, প্রত্যেক নাগরিকের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক জীবনচর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের স্পষ্ট দৃষ্টান্ত উল্লেখ করে তারা বলেন, কারও ওপর জবরদস্তিমূলক মত চাপিয়ে দেয়ার প্রবণতার বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সারা দেশে বাউল ও অন্যান্য সাংস্কৃতিক চর্চাকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।