বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ২২:১৫

বার কাউন্সিলের রিভিউ ফলাফল বাতিল করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত: ২৯ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা স্থগিত

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষা সংক্রান্ত গত ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে।

বাংলাদেশ বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার আজ এ জরুরি সিদ্ধান্তের কথা জানান। এনরোলমেন্ট লিখিত পরীক্ষা সংক্রান্ত অতি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বার কাউন্সিলের গত ২৮ জুনে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফল গত ২৫ অক্টোবর তারিখে প্রকাশিত হয়েছে যেখানে ৭৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ওই লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের পক্ষ থেকে ফলাফল পুনর্মূল্যায়নের জন্য বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির নিকট বিভিন্নভাবে আবেদন/অনুরোধ জানানো হয়েছিল। বাংলাদেশ বার কাউন্সিলের অধিকাংশ নির্বাচিত সদস্য এনরোলমেন্ট কমিটির সভায় সশরীর উপস্থিত হয়ে আবেদনসমূহ আমলে নেয়ার জন্য এনরোলমেন্ট কমিটির নিকট অনুরোধ করেন। সেই প্রেক্ষিতে এনরোলমেন্ট কমিটি নিজ সহজাত ক্ষমতা প্রয়োগ করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে রিভিউ আবেদন আহ্বান করেছিলেন। গত ২৬ অক্টোবর বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত লিখিত পরীক্ষায় অকৃতকার্য হওয়া ৭৫৫৮ জন প্রার্থী তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র রিভিউ করার আবেদন দাখিল করেছেন।

শতকরা হিসেবে প্রায় ৮২ শতাংশ অকৃতকার্য প্রার্থী নিজ নিজ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন দাখিল করেছেন। 

এনরোলমেন্ট কমিটি উল্লিখিত সংখ্যক আবেদন মাত্রাতিরিক্ত বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, রিভিউ আবেদনকারী প্রার্থীগণের মধ্যে যেসব অকৃতকার্য প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪৭ নম্বর পেয়েছে তাদেরকে ৩ নম্বর গ্রেইস হিসেবে প্রদানপূর্বক বার কাউন্সিল পরীক্ষা-বিধি অনুযায়ী পাশ মার্ক ন্যূনতম ৫০ বিবেচনা করে সংশ্লিষ্ট প্রার্থীদেরকে বিগত ১৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায়, রিভিউ ফলাফল প্রকাশের পর অকৃতকার্য প্রার্থীরা তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবারও আবেদন/অনুরোধ পেশ করেন। বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি আজ বিশেষ জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, বিগত ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে।

আরো উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর পূর্বনির্ধারিত এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা গ্রহণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই পরীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে।