শিরোনাম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): মোস্তফা জামানকে সভাপতি এবং গাজী মো. মামুন হুদাকে (হাজী মামুন) সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষকদল-কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে।
কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এ কমিটি অনুমোদনসহ বাকেরগঞ্জ উপজেলা শাখার দলীয় সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
কৃষকদল-কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কৃষকদল বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।