বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৯:০৫

সাবেক এমপি মোহাম্মদ আলী ও পরিবারের সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ফাইল ছবি

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী  ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

আজ দুদকের দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপপরিচালক ও টিম লিডার মো. সিফাত উদ্দিনের স্বাক্ষরে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শামীম হোসেনের মাধ্যমে আবেদনটি দাখিল করলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মোহাম্মদ আলী পরিবারের অন্য সদস্যরা হলেন- তার স্ত্রী আয়েশা ফেরদাউস, ছেলে আশিক আলী ও মাহতাব আলী এবং মেয়ে সুমাইয়া আক্তার রিয়া।

দুদক জানায়, তারা জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধলব্ধ সম্পদ অন্যত্র বিক্রি, হস্তান্তর বা পাচারের চেষ্টা করছেন।

দুদকের আবেদনে জানান, অভিযুক্তদের নামে হাতিয়ার বিভিন্ন স্থানে হোটেল ‘ঈশিতা’, ‘ঈশিতা-২’ এবং ওমখালী বাজার এলাকায় নির্মাণাধীন একটি মার্কেটসহ একাধিক স্থাবর সম্পত্তির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব সম্পত্তি অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত বলে দুদক জানিয়েছে।

এ ছাড়া পূবালী ব্যাংকের ইন্টারকন্টিনেন্টাল হোটেল শাখায় মাহতাব আলীর নামে একটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার বেশি স্থিতি রয়েছে, যা অপরাধলব্ধ আয়ের অংশ হিসেবে দুদক চিহ্নিত করেছে।