বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৭:১৩

কবির বিন আনোয়ারের পরিবারের তিন সদস্যের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের

সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার । ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পরিবারের তিন সদস্যের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, অভিযোগ অনুসন্ধানে কবির বিন আনোয়ারের বোন ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শ্যামলী হোসেনের নামে ১ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ১৩৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে।

এছাড়া শ্যামলী হোসেনের স্বামী ও কবির বিন আনোয়ারের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেনের নামে ৬ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকা মূল্যমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উদঘাটিত হয়েছে।

অন্যদিকে কবির বিন আনোয়ারের আরেক বোন ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন শাখার প্রধান ইমেলদা হোসেনের নামে ৫৫ লাখ ২২ হাজার ৯৩১ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তার নামে আরও সম্পদের খোঁজ মিলেছে বলে অনুসন্ধান কর্মকর্তারা জানান।

এ অবস্থায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে কমিশন।