শিরোনাম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিআইডি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্নজনকে অপহরণ করে চাঁদা আদায় ও হুমকি দেওয়ার অভিযোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডি জানায়, গ্রেফতারকৃত মো. হাসানুজ্জামান (৩৫) ঝিনাইদহ জেলার বাদপুকুরিয়া থানা এলাকার মো. জাকির হোসেনের ছেলে ও মো. আলমগীর শিকারী (৪৬) খুলনা জেলার কয়রা থানা এলাকার আবুল কাশেম শিকারীর ছেলে।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে সিআইডি’র সিরিয়াস ক্রাইম শাখার একটি দল।
চক্রটি দীর্ঘদিন ধরে সিআইডি পুলিশের নাম ব্যবহার করে লোকজনকে অপহরণ করে চাঁদা আদায়, মারধর ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেল করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় সিআইডি।