বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৬

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।