শিরোনাম

খুলনা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : তরুণরাই আগামী নির্বাচনে সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি শনিবার সন্ধ্যায় খুলনার ফুলতলা ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে সাড়ে ৪ কোটি তরুণ। তাদের ভোটেই নির্বাচিত হবে আগামীর সরকার। তাই তরুণদের মনোভাব বুঝেই সবাইকে রাজনীতি করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তরুণরাই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে আমাদের নতুন করে মুক্তি এনে দিয়েছে। তরুণদের আশা-আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে রাজনৈতিক শক্তিগুলো ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। জামায়াত এই জেনজি প্রজন্মের প্রত্যাশাকে সামনে রেখেই রাজনীতি করতে চায়।
তিনি বলেন, ‘আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই। যেখানে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষসহ সব শ্রেণী-পেশার মানুষের চাহিদা পূরণ হবে। যেখানে চাঁদাবাজির কারণে কাউকে জীবন দিতে হবে না, বেকারত্বের অভিশাপ নিয়ে কাউকে আত্মহত্যা করতে হবে না।’
মো. জুলহাস মোল্যার সভাপতিত্বে ও গাজী আল আমিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, দলের যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা।
এছাড়া, ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমির অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, শেখ মো. আলাউদ্দিন, মাওলানা জুবায়ের হোসেন ফাহাদ, মো. শাহজাহান মোল্যা, দামোদর ইউনিয়ন আমির ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমির মাস্টার মফিজুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম খাঁন ও সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলামসহ অনেকে সমাবেশে বক্তব্য রাখেন।