শিরোনাম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম, বাংলাদেশ (ওয়াইজেএফবি)’র সহ-সভাপতি জাওহার ইকবাল খানের পিতা শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাওহার ইকবাল খানের পিতা আলহাজ মাওলানা নূর মোহাম্মদ খান ছিলেন পটুয়াখালীর মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং চৈতা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, চৈতার পীর (বড় হুজুর)।
নূর মোহাম্মদ খান কিডনি সংক্রান্ত জটিলতায় রাজধানীর কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ৭টায় কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর মরহুমের নিজ গ্রামে চৈতা দাখিল মাদরাসা প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নূর মোহাম্মদ খানের মৃত্যুতে ওয়াইজেএফবি ও ঢাকা সাব-এডিটর কাউন্সিলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।