শিরোনাম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন আহমেদ স্ট্যালিনের ৬৪তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় কবিতা পরিষদ রাজধানীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকাল (রোববার) বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীত পরিবেশনার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কবি মতিন বৈরাগী, কবি হাসান হাফিজ, কবি ও অধ্যাপক সালিমুল্লাহ খান, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী এবং আলোকচিত্রী নাসির আলী মামুনসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিশিষ্ট কবি, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এসময় তিনি বলেন, কবির জন্মদিন উপলক্ষ্যে এ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। তিনি রেজাউদ্দিন আহমেদ স্ট্যালিনকে প্রেম ও মানবতার কবি হিসেবে উল্লেখ করেন।
মোহন রায়হান বলেন, তিনি (স্টালিন) মানুষকে আপন করে নেন। ভালোবাসেন দেশের মাটি, জলবায়ু আর সংস্কৃতিকে। কোনো পদ-পদবি নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তার লেখা।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি আরও বলেন, স্ট্যালিন কখনও খ্যাতি চাননি। তিনি নিজের কাজ ও পাঠকের ভালোবাসায় বিভিন্ন সময়ে সম্মানিত হয়েছেন। আজকের বিপুল উপস্থিতিই তার প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রমাণ।
কৃতজ্ঞতা জানিয়ে কবি স্ট্যালিন বলেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ১৯৮৭ সালে আমরা জাতীয় কবিতা পরিষদ গড়ে তুলি। তখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রকাশ্যে সংগঠিত কোনো প্রতিবাদই ছিল না।
তিনি আরও বলেন, নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে টিএসসিতে আমাদের ব্যানারের নিচে হাজার হাজার মানুষ জড়ো হতেন। তখন রাজনৈতিক দলের নেতারাও আমাদের সঙ্গে আন্দোলন করতেন।
কবিতা ও কবিদের ফ্যাসিবাদবিরোধী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি বদলেছে। জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠিত হয়েছে। আমরা মৌলবাদ, স্বৈরশাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব, যাতে ভবিষ্যতে কেউ বাংলাদেশে গণতন্ত্রবিরোধী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারে।
অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়ে কবির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে।