শিরোনাম

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২০২১ ব্যাচের প্রকৌশলীদের যোগদানের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্প্রতি ঢাকার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়েছে।
বিউবো ২০২১ ব্যাচ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবোর চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ এবং সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স ও বিতরণ) প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ। এছাড়া বিউবো'র বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান বিউবো ২০২১ ব্যাচ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের লোগো উন্মোচন করেন। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দসহ ২০২১ ব্যাচের উপস্থিত প্রকৌশলীরা চতুর্থ বর্ষপূর্তির বিশেষ কেক কাটেন।
চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম তাঁর বক্তব্যে ২০২১ ব্যাচের সকল প্রকৌশলীকে বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ কর্মপথে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নেতৃত্বের মান আরও উন্নত করার প্রতি অনুপ্রেরণা দেন।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহবুব শাহরিয়ার প্রয়াস স্বাগত বক্তব্যে প্রকৌশলীদের নিয়মিত পদোন্নতি, নিরাপদ কর্মপরিবেশ ও কাঠামোগত উন্নয়নের বিষয়ে বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।
সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ তার বক্তব্যে বোর্ডের সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ, প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের চলমান উদ্যোগ তুলে ধরেন। মাননীয় সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স ও বিতরণ) প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ আয়োজনের প্রশংসা করে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার প্রতি গুরুত্বারোপ করেন।
সবশেষে বিপিডিবি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল আল আজমাইন আমন্ত্রিত অতিথিবৃন্দ, শুভানুধ্যায়ী এবং ২০২১ ব্যাচের সকল প্রকৌশলীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।