বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ০০:৩৮

শাহজালালে ১৩০০ গ্রাম স্বর্ণসহ একজন আটক 

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ দুপুর সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিং এর নিচ তলায় এয়ারপোর্ট এপিবিএন-এর অভিযান পরিচালনাকালে নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা তাকে আটক করে। 

আটককৃত ব্যক্তিকে এপিবিএন অফিসে এনে শরীর তল্লাশি করলে তার গলায় ঝুলানো কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। স্বর্ণালংকারগুলোর মান ২১, ২২ এবং ২৪ ক্যারেট। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,আসামী নূরুল আলম (৩০) জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে। 

আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট’র সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। 

আটককৃত আসামী নূরুল আলমের (৩০) বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। আসামী নূরুল অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ এনে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫/বি এর ১ (বি) ধারায় অপরাধ করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছি। স্বর্ণ ও মাদক চোরাচালানের তৎপরতা রোধে এপিবিএন সবসময়ই তৎপর। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, চলতি বছরে এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক এ পর্যন্ত মোট স্বর্ণ উদ্ধারের পরিমাণ ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম।