শিরোনাম

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষার রেসিডেন্সি প্রোগ্রাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিএমইউকে নেতৃত্ব দিতে হবে। দেশের উপযোগী ও বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির জন্য রেসিডেন্সি প্রোগ্রামকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ও উদ্ভাবন বিবেচনায় নিয়ে রেসিডেন্সি প্রোগ্রামকে যুগোপযোগীভাবে ঢেলে সাজানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বহু উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণ কার্যক্রম, ফ্যাকাল্টি উন্নয়ন, এবং ডিজিটালাইজেশনের পাশাপাশি বিএমইউকে এআই-ভিত্তিক স্মার্ট হাসপাতাল হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
গোলটেবিল আলোচনায় রেসিডেন্সি প্রোগ্রামের ব্যবস্থাপনা, মূল্যায়ন, ভর্তি পরীক্ষা, পাঠ্যক্রম, মনিটরিং ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন। তাদের মধ্যে ছিলেন- খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, বিএমইউর পরিচালক (আইটি) অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মো. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. এম মোস্তফা জামান ও অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, বিসিপিএস সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা এবং অন্যান্য বিশিষ্ট চিকিৎসা শিক্ষাবিদরা মতামত প্রদান করেন।
স্বাগত বক্তব্য দেন- বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং বিভিন্ন প্যানেল এক্সপার্ট উপস্থিত ছিলেন।