শিরোনাম

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মোহাম্মদপুর থানা পুলিশ গতকাল শুক্রবার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আজ শনিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতরা। এসময় তাদের হেফাজত থেকে তিনটি সামুরাই, একটি চাপাতি, দু’টি মোবাইল ও নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন— মনির হোসেন জনি ওরফে রক্ত চোষা জনি (৩০), রাব্বি ওরফে সিয়াম (১৯), আব্বাস ওরফে রাজিব (২০), আবির ওরফে ছোট আবির ওরফে পিচ্চি আবির (২৫), আরিফ (৩০), উজ্জল (৩০), শাকিল (২৬), জাবেদ (৫০), মাতিম হায়দার হিমেল (৩৫), আরমান পাগলা আরমান (৪৪), সুমন চন্দ্র পাল (৩৮), আরিফ (২৫) ও আকাশ (২৫)।