বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ১৩:১২

ভূমিকম্পে পুরান ঢাকায় বাবা-ছেলের মৃত্যু, লক্ষ্মীপুরে শোকের মাতম

ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত বাবা-ছেলের জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভূমিকম্পে পুরান ঢাকায় বহুতল ভবনের রেলিং ভেঙ্গে পড়ে আবদুর রহিম (৫৫) ও তার ছেলে আবদুল আজিজ রিমনের (১৩) মৃত্যুতে লক্ষ্মীপুরে চলছে শোকের মাতম। 

তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।

আজ শনিবার সকাল ৯টায় উপজেলার আস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে বাবা-ছেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়। 

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। এর আগে ভোরে বাবা-ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙ্গে পড়েন নিহতদের পরিবার ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বশিকপুর এলাকার বাসিন্দা আবদুর রহিম পুরান ঢাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন। সদরঘাটে ব্যবসা করতেন আবদুর রহিম। শুক্রবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে পুরান ঢাকায় বংশালের কসাইটুলীতে বাজার করতে যান আবদুর রহিম। ওই সময় হঠাৎ ভূমিকম্পে পাঁচ তলা ভবনের ছাদ থেকে রেলিং ভেঙে তাদের দুইজনের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা আব্দুর রহিম এবং হাসপাতাল নেওয়ার পর মারা যায় তার ছেলে আব্দুল আজিজ রিমন। রিমন কুরআনের হাফেজ।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ঢাকায় ভূমিকম্পে আবদুর রহিম ও তার ছেলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।