শিরোনাম

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া, মিলাদ ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরস্থ হযরত ইবনে মাসউদ রাঃ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এ আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক নিজ উদ্যোগে ৬১ জন গরিব ও এতিম শিক্ষার্থীর মাঝে ৬১ কপি পবিত্র কোরআন শরীফ উপহার দেন। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনায় কোরআন খতম, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় ১৩০ জন শিক্ষার্থী ও অতিথির অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
তারিক বলেন, ‘তারেক রহমান দেশবাসীর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে তারেক রহমানের দিকনির্দেশনা ছাত্রদলকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। তাঁর ৬১তম জন্মদিনে আমাদের এই ছোট আয়োজন কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।’
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক আরও বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার নেতৃত্বে দেশের মানুষ আবারও ন্যায়বিচার ও অধিকার ফিরিয়ে পাবে-এ বিশ্বাস আমরা রাখি।
আজকে এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে আমরা তার প্রতি শুভকামনা ও দোয়া নিবেদন করছি।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পবিত্র কোরআন পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন। সামগ্রিক আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।