বাসস
  ২১ নভেম্বর ২০২৫, ২১:২০

ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও হল নির্মাণের দাবি ঢাবি ছাত্রদলের

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস): ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার ও নতুন হল নির্মাণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ সারা দেশে প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয়, যার ফলে দেশের বিভিন্ন জায়গায় বহু নাগরিক হতাহত হবার খবর পাওয়া গিয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বসবাসরত অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের জরাজীর্ণ ভবনসমূহের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার স্মারকলিপি প্রদান করলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায়নি। আজ সকালে সৃষ্ট ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে পুনরায় শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব ঝুঁকিপূর্ণ ভবনসমূহকে তালিকাভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত সংস্কার বা পুনঃনির্মাণের কোন বিকল্প নেই।

ছাত্রদল জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ভূমিকম্পে আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করে তাদের চিকিৎসার ব্যাপারে প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ ভবনসমূহের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ও এসব ভবনকে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত সংস্কার বা পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন।