শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মের দোহাই দিয়ে এখন মানুষকে ধোকা দেয়া যাবে না। এখন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।
আজ শুক্রবার জেলার উপজেলার কানসাট গঙ্গা আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মো. শাহজাহান মিঞা এ কথা বলেন।
শ্রী প্রবোধ দত্তের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা আরো বলেন, এদেশ নির্দিষ্ট কোন দল বা জাতির না। এদেশ সবার। তাই আগামীতে অসাম্প্রদায়িক সুখী বাংলাদেশ গড়তে সবাইকে স্বাধীনতার স্বপক্ষের দলকে সমর্থন করতে হবে।
তিনি বলেন, একটি দল ৭১’কে নষ্ট করার চেষ্টা করছে। কেউ যদি ৭১-এর অবমূল্যায়নের চেষ্টা করে তবে প্রয়োজনে আমরা আবারো ঐক্যবদ্ধভাবে লড়াই করবো।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস মাষ্টার, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিঞাসহ স্থানীয় নেতৃবৃন্দ।