শিরোনাম

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য পিরোজপুর জেলাধীন জিয়ানগর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, বরগুনা জেলাধীন বেতাগী পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক দুলাল, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য মো. শাফী খান, মুন্সিগঞ্জ জেলাধীন টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ফয়েজ আহমেদ লিটন দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
এছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, ফরিদপুর জেলাধীন সদরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ বেপারী, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার তালুকদার, চরভদ্রাসন উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জানে আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ফারুক আহম্মেদ, রাজশাহী মহানগরের শাহমখদুম থানা বিএনপি’র সাবেক সহ-সম্পাদক মো. আব্দুর সোবহান (লিটন), মতিয়ার থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, মো. আশরাফুল হাসান বাচ্চু, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান টিটু, শাহমখদুম থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. টুটুল, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. আনোয়ারুল আমিন আজম, রাজপাড়া বিএনপি’র সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি, ২২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুন নাহার, মহানগর বিএনপি’র সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলফাতুন নেছা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোসা. মুসলিম বেগম বেলী, মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোসা. আয়শা খাতুন মুক্তি, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রুহুল আমিন টুনু, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. আবু বকর কিনু, মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি মোসা. শাহানাজ বেগম শিখা, শাহামুখদুম থানা যুবদলের সাবেক সভাপতি বেলাল আহম্মেদ, নাটোর জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি মহুয়া পারভিন লিপি, শেরপুর জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. এমদাদুল হক মাস্টার, হবিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এস এফ এ এম শাহজাহান, মাধবপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুজ আজিজ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আ স ম আফজাল আলী রুস্তম, মাধবপুর উপজেলার সাবেক তথ্য ও গবেষণা বিয়ষক সম্পাদক মো. এখলাছুজ্জামান ভূইয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সদস্য নুরুল হক আফিন্দী, কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, সুনামগঞ্জ জেলাধীন দোয়ারাবাজার উপজেলা বিএনপি সাবেক সদস্য আরিফুল ইসলাম জুয়েল, দিরাই উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ মিয়া, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছুবি চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মো. সাইফুর রহমান, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল মজিদ, শাল্লা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, তাহেরপুর উপজেলার অন্তর্গত বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আবুল কাশেম, মধ্যনগর উপজেলার অন্তর্গত বংশীকুন্ডু ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস কঞ্চন চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, কক্সবাজার পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবছার কামাল, পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান সরোয়ার টিপু, রাঙ্গামাটি জেলাধীন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন, গাজীপুর জেলাধীন সদর উপজেলার অন্তর্গত পিরুজালী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব নাজমুল ফকির, গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপি’র সাবেক সদস্য মো. মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন মিলন, সিলেট জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মোসা. হাসিনা বেগম, পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. আশরাফ আলী হাওলাদার, মির্জাগঞ্জ উপজেলার অন্তর্গত কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও ভোলা জেলাধীন দৌলতখান উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পদাক মো. নাজিম উদ্দিন হাওলাদারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার অন্তর্গত ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাদা’র দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।