শিরোনাম

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী ‘বিজয় বইমেলা ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বর বিজয়ের মাস। বিষয়টিকে প্রতিফলিত করে মেলার এ নামকরণ করা হয়েছে। দেশের খ্যাতনামা সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো ইতোমধ্যেই মেলায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
মেলার আয়োজকরা বলেন, আমরা বইকে সার্বজনীন এবং সব সময়ের সঙ্গী হিসেবে দেখতে চাই। এই উদ্দেশ্যেই এই বইমেলার আয়োজন করা হচ্ছে।