বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ২০:১৯

মামুন হত্যা : ২ শ্যুটারসহ ৪ জন কারাগারে

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় অভিযুক্ত শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল ও রবিন আহম্মেদ পিয়াসসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। কারাগারে যাওয়া অপর আসামি হলেন—মো. রুবেল ও শামীম আহম্মেদ।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ফারুক, রবিন ও রুবেল হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। কিন্তু তারা আদালতে জবানবন্দি দিতে অসম্মতি জানান। 

এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে শামীমকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১৬ নভেম্বর মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সূত্রাপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তার আগে ১১ নভেম্বর ঢাকা, নরসিংদী ও সিলেটে একাধিক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন, দু’টি মোটরসাইকেল ও ১ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। পর দিন ১২ নভেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর  করেন।

গত ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মামুনকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়, পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৫ নভেম্বর মামুনের স্ত্রী বিলকিস আক্তার রিপা সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতানামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।