শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় তিনটি প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আজ দুদক জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দুদক জানায়, পটুয়াখালী মেডিকেল কলেজে ও হাসপাতালে স্বাস্থ্য সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কাছ থেকে অভিযোগ সংশ্লিষ্ট টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ এবং প্রকল্প পরিচালকের বক্তব্য গ্রহণ করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র ও বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পের টেন্ডার ডকুমেন্ট দাখিলের সময়সীমা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। অর্থাৎ প্রকল্পটির টেন্ডার কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এনফোর্সমেন্ট টিম প্রকল্পটির টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে।
এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট ঘুষ দাবিসহ নানা অভিযোগে আরেকটি একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণসহ রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘুষ লেনদেনের ভিডিও পর্যবেক্ষণ করা হয় । ভিডিওতে একজনকে টাকা লেনদেন করতে দেখা যায়, বিষয়টিতে ঘুষের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত ভিডিও এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে শীঘ্রই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও অগ্রিম বিল উত্তোলন করে নেয়ার অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। টিম অভিযানকালে সরেজমিনে নিরপেক্ষ প্রকৌশলীসহ পিইডিপি-৪ প্রকল্পের আওতায় চলমান কাজগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে টিম কর্তৃক প্রকল্পের অগ্রিম বিল প্রদানসহ কিছু অনিয়ম ও অসঙ্গতির সত্যতা পায়।
দুদক জানায়, এসব অভিযানের সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিশ্লেষণ করে টিম পরবর্তীতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।