বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ২২:৩৯

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান

ছবি: বাসস

খুলনা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। জ্বালানি আমদানির লাগাম টানতে প্রয়োজন দেশীয় উদ্ভাবন।

তিনি আজ বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) অডিটোরিয়ামে বিইপিআরসি এবং যবিপ্রবি’র যৌথ আয়োজনে ‘বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির জন্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান’ বিষয়ক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ছোট ছোট উদ্ভাবন থেকে বড় কিছু তৈরি হয়। আমরা গবেষণাকে পেশা হিসেবে নিতে পারি। আমাদের কারো না কারো হাত ধরে বড় কোন প্রযুক্তি উদ্ভাবন হবে, যা একদিন দেশ তথা পৃথিবী বদলে দেবে। বিইপিআরসি গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করছে। তিনি ব্যবসায়ীদের আমদানিকৃত পণ্য বিক্রি না করে, নিজেদের উদ্ভাবিত পণ্য বিক্রি করার আহ্বান জানান।

সিম্পোজিয়ামে বিশেষ অতিথি বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রযুক্তি খাতে আমদানি নির্ভরতা কমাতে হবে। বাংলাদেশের মোট আমদানির শতকরা ২৫ ভাগ প্রযুক্তিগত পণ্য বা সেবা। নিজেরা উদ্ভাবন করতে না পারলে এ খাতে আগামীতে শতকরা ৯০ ভাগ আমদানি করতে হতে পারে।

অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আমজাদ হোসাইন, বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ, যবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক ড. মো. বিপ্লব হোসাইন বক্তৃতা করেন।