বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ১৯:০৭

নারায়ণগঞ্জ ও গাজীপুরের ১৪ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো বিএনপি

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জ ও গাজীপুরের ১৪ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।’

‘গাজীপুর মহানগরের অন্তর্গত গাছা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন, ৪৯-৫০-৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাছরিন আক্তার শিরিন, ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাছিনা মমতাজ, ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সফিউদ্দিন আহমেদ, ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জি. মনিরুজ্জামান, ৫২-৫৩-৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কেয়া শারমীন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এস মনির এবং ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।’