শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নয়জন নেতা।
যুব সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের এ নয়জন মনোনীত প্রার্থী নিজ নিজ এলাকায় গণসংযোগ জোরদার করছেন এবং স্থানীয় জনগণের সমস্যাবলি ও উন্নয়ন প্রত্যাশাকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনে মনোনীত নয় নেতা ও তাদের আসন হলো- ১. ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ, কেন্দ্রীয় সহসভাপতি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)। ২. মুফতি মানসুর আহমদ সাকী, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ)। ৩. মুফতি আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা)। ৪. মাওলানা এস এম আজিজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর আংশিক)।
৫. মুফতি আহমাদ আব্দুল জলিল, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক)। ৬. এডভোকেট বায়েজিদ হোসাইন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া)। ৭. মুফতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ)। ৮. সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)।
৯. মাওলানা আনোয়ার হোসেন ফরিদী, কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও পাবনা জেলা পশ্চিম সভাপতি পাবনা-৪ (আটঘরিয়া ও ঈশ্বরদী)।
ইসলামী যুব আন্দোলন ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করে নেতারা জানান, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং তৃণমূলে জনগণের আস্থা অর্জনের প্রত্যাশা করছেন।