বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ০০:০১

সেলিনা হায়াত আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ

সেলিনা হায়াত আইভী। ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে আরও পাঁচ মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ। 

এর মধ্যে, ফতুল্লা থানায় চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দু’টি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালত ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মোট ১০টি মামলায় আইভিকে আসামি করা হয়েছে।

শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন অভিযুক্ত সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

এর আগে, গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরে আরো চারটি মামলায় তাকে ‘গ্রেফতার’ দেখায় পুলিশ।