বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ২১:৩৩

সাবেক সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান তালুকদারের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান তালুকদার গতরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “নিজ এলাকায় বিএনপি’র একজন জনপ্রিয় নেতা হিসেবে আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান তালুকদার সুপরিচিত ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। এছাড়া নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতেও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। জনকল্যাণকে রাজনীতির লক্ষ্য ভাবতেন বলেই সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি দেশ ও দলের কল্যাণে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মোঃ মতিয়ার রহমান তালুকদার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খিদের প্রতি গভীর সমবেদনা জানান।