বাসস
  ১৫ নভেম্বর ২০২৫, ২১:২৭

রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুর ১০ থেকে মিরপুর-দুইগামী সড়কে নবনির্মিত ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ শনিবার দুপুরে মিরপুর সুইমিং কমপ্লেক্সের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে তোরণটি উদ্বোধন করা হয়।

ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ধারণ করে তোরণটি নির্মাণ করা হয়েছে।

এর আগে, গত ৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়ক এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দির এলাকার সামনে আরও দুটি তোরণ নির্মাণ শেষে উদ্বোধন করা হয়।

‘মুক্তি তোরণ’ উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘এই তোরণ মিরপুরের সংগ্রামী ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে। জুলাই আন্দোলনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, এই তোরণ তাদের বীরত্ব ও সংগ্রামের স্মৃতি নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে।’

উদ্বোধন শেষে প্রশাসক মিরপুর এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুন উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ‘আমরা বহুদিন ধরে অনুরোধ করছি অবৈধভাবে ব্যানার, ফেস্টুন লাগাবেন না। অনেকেই শুনছেন না। তাই আর অনুরোধ নয়, ইতোমধ্যে আমরা জরিমানা কার্যক্রম শুরু করেছি। এখন থেকে ব্যাপকহারে অবৈধ বিজ্ঞাপন, ব্যানার, পোস্টার স্থাপনকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে।’

পরে তিনি ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রশাসক বলেন, ‘আগামী বিজয় দিবসে আমরা এ সড়ক জনগণের চলাচলের জন্য খুলে দিতে পারবো বলে আশা করছি। দীর্ঘ ১৭ বছর পর দখলমুক্ত করে জনগণের জন্য সড়কটি উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।