বাসস
  ১৫ নভেম্বর ২০২৫, ১৯:২১

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমন ৫ দিনের রিমান্ডে

ছবি : বাসস

রাজশাহী, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার আজ পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

গত বৃহস্পতিবার নগরীর তেরখাদিয়া এলাকায় বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করেন লিমন।

আজ দুপুর আড়াইটার দিকে পুলিশ লিমনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে লিমনকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমনকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

নোটিশে তাকে ১৯ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করতে বলা হয়েছে।

গত ১৩ নভেম্বর তেরখাদিয়া এলাকায় মেট্রোপলিটন সেশন জজ আব্দুর রহমানের ছেলে তৌসিফ রহমান সুমনকে (১৬) কুপিয়ে হত্যা করে এবং জজের স্ত্রীকে আহত করে লিমন।