শিরোনাম

দিনাজপুর, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জ্বালাও পোড়াও এর রাণী শেখ হাসিনা এখন দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশ থেকে ঘোষণা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন। কিন্তু দেশের সচেতন নাগরিকেরা তার সেই ঘোষণায় কর্ণপাত করছেন না।
তিনি বলেন, যদি কোনো ফ্যাসিস্ট এ ধরনের কার্যক্রমের জড়িত হয়, আমরা সম্মিলিত ভাবে প্রতিহত করব, ইনশাল্লাহ।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর শহরের ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আবারও জ্বালাও-পোড়াও শুরু হয়েছে। এরাই তো তারা যারা হোটেল শেরাটনের সামনে দোতলা বিআরটিসি বাসের মধ্যে গান-পাউডার দিয়ে ১২ জন সাধারণ নাগরিককে জ্বালিয়ে দিয়েছিল।
তিনি বলেন, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও আগ্নি সংযোগের ঘটনা ঘটছে, ওনার (শেখ হাসিনার) নির্দেশেই ঘটানো হচ্ছে। এরা জনগণের অধিকারে বিশ্বাস করে না, হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে, আমার ভাই-বোনকে গুম করেছে, এরপরও এদের রক্ত পিপাসা মেটেনি। এরা প্রতিহিংসায় বিশ্বাস করে। এরা অনুশোচনা বা আত্নসমালোচনায় বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, যখন একে একে সব বেড়িয়ে আসছে, যখন বিচারের সম্মুখীন হচ্ছে, তখন তারা বিশৃঙ্খলার পাঁয়তারা করছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ। মানুষের ঐক্যের কাছে এ সমস্ত ষড়যন্ত্রকারীরা হেরে যাবে।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবিরসহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফ্রি চিকিৎসা ক্যাম্প-এ ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া রোগীদের প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।