বাসস
  ১৪ নভেম্বর ২০২৫, ২০:৩১

মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারীসহ ১২ বাংলাদেশিকে হস্তান্তর

ছবি: সংগৃহীত

মেহেরপুর, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে নারীসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবির অধীনস্থ কাজিপুর বিওপি ও ভারতের বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠকে এ হস্তান্তর সম্পন্ন হয়।

বৈঠকে নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ বিজিবির অধীনস্থ কাজিপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাবুদ্দিন এবং ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের গান্দিনা ক্যাম্প কমান্ডার এ বি ফ্যাংক। কাজিপুর সীমান্তের মেইন পিলার ১৪৭-এর কাছে আনুষ্ঠানিকভাবে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর গ্রামের সাহেব আলী (৫১), খুলনা সদরের বাগমারা গ্রামের ফজল রাব্বি (৪২), খুলনার মীরেরডাঙ্গা গ্রামের সুমনা (২১), রাজবাড়ী সদরের মাহফুজুর রহমান ইমরান (২২), সিরাজগঞ্জের মারুফা খাতুন (১৬), বাগেরহাটের নুরজাহান বেগম (৪৮), রুপি বেগম (১৮), রেশমা আক্তার (১৭), মিরাজ শেখ (২১), মিরাজ মোল্লা (১৯), রফিক শেখ (২০) এবং কুষ্টিয়ার রনি আহমেদ বাবু (৩০)।

বিজিবি জানায়, তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ভারতীয় কর্তৃপক্ষের হস্তান্তরের পর ১২জনকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।