বাসস
  ১৪ নভেম্বর ২০২৫, ১৯:৪৬

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ঢাকা-১৩ আসনে স্বাস্থ্যসচেতনতা আয়োজন

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ঢাকার শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতে ইসলামী ‘রান উইথ মোবারক’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা ও স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের আমীর ও ঢাকা-১৩ আসনের সদস্য সচিব মো. আব্দুল আউয়াল আজম। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মো. মনজুরুল ইসলাম। 

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মো. শফিউর রহমান, থানা নায়েবে আমীর আব্দুল আজিজ তরুণ, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং স্থানীয় তরুণ-যুবকসহ সাধারণ মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, ডায়াবেটিস আজ এক নীরব বৈশ্বিক মহামারি। তবে নিয়মিত ব্যায়াম, সচেতনতা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। ‘রান উইথ মোবারক’ শুধু দৌড় প্রতিযোগিতা নয়-এটি একটি স্বাস্থ্যসচেতন সমাজ গড়ার অঙ্গীকার।

তিনি বলেন, ‘ঢাকা-১৩ আসনে সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রতিশ্রুতি। প্রতিটি মানুষকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে। সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গঠনে আমরা ধারাবাহিকভাবে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।’

আয়োজনে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, প্রাণবন্ত উপস্থিতি ও দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্বাস্থ্য ও সমাজ সংশ্লিষ্ট নিয়মিত কর্মসূচির আয়োজন করা হবে, যাতে জনসচেতনতা আরও জোরদার হয়।