শিরোনাম

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এ সময় বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার জেনেভা ক্যাম্পের সাত নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।