শিরোনাম

রাঙ্গামাটি, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): নাজমা আশরাফীকে পার্বত্য জেলা রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাঙ্গামাটির ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার আগে মিজ নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।