বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৪৬

তেজগাঁও স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন : ২ জন কারাগারে

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎‎ ‎‎‎ঢাকার তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দেওয়া ঘটনায় করা মামলায় গ্রেফতার দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। কারাগারে যাওয়া দুই আসামি হলেন মো. মোরশেদ আলী ও জাকির হোসেন।

আজ বৃহস্পতিবার তাদের ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট ভিকটরিয়া চাকমা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার ঢাকার তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় মোরশেদ ও জাকিরকে হাতেনাতে আটক করা হয়।এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে পুলিশ।