শিরোনাম

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভিক্টর পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় গুলশান থানার দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সদস্য ইস্কান্দার মির্জা শামীমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর গুলশান থানাধীন শাহজাদপুর থানা এলাকায় ভিক্টর পরিবহনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটনায়। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন ভিক্টর পরিবহনের মালিক হাফিজুল ইসলাম।