বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ২৩:১৭

সাভার ও ধামরাইয়ে নাশকতা ঠেকাতে মহাসড়কে চেকপোস্ট: ৭ জন গ্রেফতার

ছবি: বাসস

সাভার, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। 

বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এ চেকপোস্ট স্থাপন করে সাভার মডেল থানা পুলিশ। 

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, লকডাউনকে সামনে রেখে মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে। 

নিরাপত্তার স্বার্থে এসময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হয়। 

এদিকে, আজ সাঁড়াশি অভিযান চালিয়ে ঢাকার সাভার মডেল থানা, আশুলিয়া থানা ও ধামরাই থানা পুলিশ এ পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে সাভার মডেল থানা পুলিশ ৪ জন, আশুলিয়া থানা পুলিশ ১ জন এবং ধামরাই থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।