বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১৭:২৫
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮:৫১

খিলগাঁওয়ের শিক্ষানুরাগী আলী আহমদ আর নেই

শিক্ষানুরাগী আলী আহমদ। কোলাজ : বাসস

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর খিলগাঁওয়ে গোড়ান আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ আলী আহমদ আর নেই। 

পরিবারসূত্রে জানা যায়, তিনি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। আলহাজ আলী আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি তিন পুত্র ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার বাদ জোহর গোড়ান আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাঠ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খিলগাঁওয়ের গোড়ানে তিনি ছিলেন শিক্ষাবিস্তারে অন্যতম অগ্রদূত। তার উদ্যোগে প্রতিষ্ঠিত আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য তিনি স্থানীয়ভাবে ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। তার নামাজে জানাজায় হাজারো মানুষের উপস্থিতি, তা প্রমান করে।

শিক্ষানুরাগী আলী আহমদের মৃত্যুতে স্থানীয় শিক্ষাবিদ, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।