শিরোনাম

সাভার, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বাধাই এ নির্বাচন বানচাল করতে পারবে না।
আজ মঙ্গলবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় ইসলামী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয় করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের কাছে ভোট চান। এতে বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।