বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ২৩:০৬

তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দলীয় প্রার্থী তাসভিরুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা চাওয়া নেই। আমি শুধু এলাকার জনগণের সেবা করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।”

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নই আমার অঙ্গীকার। কুড়িগ্রাম জেলা নদী ভাঙনপ্রবণ ও অবহেলিত এলাকা। এখনো এখানে কোনো শিল্পকারখানা নেই। অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী রয়েছে, যাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

তাসভীরুল ইসলাম আরও বলেন, উত্তরের ছয় জেলার সাত কোটি মানুষের দুঃখের নাম তিস্তা। বন্যা ও খরায় তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনে স্থায়ী উন্নয়ন আনতে চাই।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এ্যাডভোকেট ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, ইঞ্জিনিয়ার গোলাম মুর্তজা মুকুলসহ বিএনপি নেতৃবৃন্দ।