বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ২১:০১

বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গণতন্ত্র ও বিএনপি অবিচ্ছেদ্য। বহুদলীয় গণতন্ত্র, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান একই ধারার প্রতীক-এটিকে কখনো খণ্ডিত করা যায় না।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনোই কোনো আপস করেনি। ৭ নভেম্বরের চেতনা থেকেই আমরা অনুপ্রেরণা পাই। ৭ নভেম্বরেই প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিফলন ঘটেছিল।’

রুহুল কবির রিজভী বলেন, রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতে ফ্যাসিবাদী শাসনামলে এমন পরিবেশ ছিল না। তখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল, যা শিক্ষাঙ্গনেও প্রভাব ফেলেছিল।

আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তবে এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে আরও শক্তিশালীভাবে এগিয়ে যেতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক দিবস। এই দিনটি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।