শিরোনাম

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগ ভবনে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য পেশাদার মানের ডে কেয়ার সেবা চালু করেছে।
আজ মঙ্গলবার এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিডা ও ঢাকা আহসানিয়া মিশনের আওতাভুক্ত প্রতিষ্ঠান ‘লিটল ডাকলিংস’-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
ডে কেয়ার সেবা চালু উপলক্ষে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নিবেদিত ঢাকা আহসানিয়া মিশন একটি সুনামধন্য প্রতিষ্ঠান। লিটল ডাকলিংসের মাধ্যমে বিডা যে পেশাদার সেবা নিশ্চিত করতে পারছে, তা আমাদের কর্মপরিবেশে নতুন মাত্রা যোগ করবে।’
তিনি আরও বলেন, নারীবান্ধব ও পরিবারবান্ধব অফিস গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাশ্রয়ী খরচ কাঠামো রাখার মাধ্যমে সব কর্মকর্তা-কর্মচারী এই সেবা গ্রহণ করতে পারবেন। আয় সীমিতদের জন্য রেয়াতমূলক ফি রাখা হয়েছে, যাতে অভিভাবকরা নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং তাদের সন্তানরা নিরাপদ ও শিক্ষনীয় পরিবেশে সময় কাটাতে পারে।
উল্লেখ্য, বিডা ডে কেয়ার সেন্টার প্রথম চালু হয় ২০২৪ সালের নভেম্বর মাসে। শুরুতে এটি বিডা’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হলেও বর্তমানে ‘লিটল ডাকলিংস’-এর তত্ত্বাবধানে পেশাদার সেবা চালু হয়েছে।
নতুন সেবার আওতায় থাকছে—একজন সুপারিনটেনডেন্ট বা শিক্ষিকা, প্রতি চার শিশুর জন্য দু’জন অভিজ্ঞ কেয়ারগিভার, শিশুদের জন্য ইয়ারলি লার্নিং সুবিধা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ নিরাপদ পরিবেশ।
বর্তমানে বিডা ডে কেয়ার সেন্টারে ১০-১১ জন শিশু রয়েছে, যাদের মধ্যে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটির (এনএসডিএ) কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরাও অন্তর্ভুক্ত।
এই কার্যক্রমের জন্য বিডা নিজস্ব ‘বিডা ডে কেয়ার সেন্টার গাইডলাইন ২০২৪’ প্রণয়ন করেছে, যেখানে সেবার কাঠামো ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।