বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৯:১৭

আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি : বাসস

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর দুই সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসি'র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি। পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রতিনিধিদলের প্রধান এ সাক্ষাৎকালে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। 

তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চাহিদার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের কার্যক্রমের পরিধি সম্পর্কে অবহিত করেন। এছাড়া, প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবীদের কাজের নিরাপত্তার বিষয়ে আলোচনায় আগ্রহী বলে জানান।

আইজিপি পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।