বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৯:১৬

দুদকের মামলায় ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম খালাস

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামি আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলার দায় থেকে খালাস প্রদান করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর পেশকার আরিফুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২১ নভেম্বর আব্দুস সালামকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুদক। আইন অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে বিবরণী দাখিলের কথা থাকলেও তিনি একাধিকবার সময় নিয়েও তা দাখিল করেননি। এ ঘটনায় ২০১৭ সালের ১৩ এপ্রিল দুদকের তৎকালীন উপপরিচালক মো. সামছুল আলম রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আব্দুস সালামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. নূরুল হুদা।

মামলার বিচার চলাকালে ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।