বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ০০:১৯

দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার

গাজীপুর, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর পশ্চিম ধীরাশ্রমে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান হিসেবে চিহ্নিত শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ডাকাতির রহস্য উদ্ঘাটন ও আসামিদের শনাক্তকরণে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট অভিযানে নেমে তাকে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২রা অক্টোবর রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে পশ্চিম ধীরাশ্রম এলাকায় দেশীয় অস্ত্রসজ্জিত ১০-১২ জনের একটি দল ডাকাতি করে। তারা প্রথমে গৃহকর্তা মো. আব্দুল সোবহান (৫৭) ও তার পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ প্রায় ২২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে। পরে পাশের ফ্ল্যাট ও বাড়িতেও একই কায়দায় ডাকাতি করে। বাধা দিলে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে কয়েকজনকে আহত করা হয়। এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানায় মামলা দায়ের করেন।

এতে আরও বলা হয়, পিসিপিআর যাচাইয়ে জানা যায়, শফিকুল ইসলামের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম পরিচালক হিসেবে বিভিন্ন সময় দল সংগঠিত করতেন এবং শীতকালকে ‘ডাকাতির উপযুক্ত সময়’ মনে করে পরিকল্পনা করতেন। দেশের বিভিন্ন এলাকা থেকে সদস্যদের একত্র করে ঢাকার ডেমরা এলাকার একটি পার্কে বসে ডাকাতির পরিকল্পনা করা হতো বলে তদন্তে উঠে এসেছে। ডাকাতি শেষে সদস্যরা আলাদা জায়গায় ছড়িয়ে গিয়ে বিভিন্ন পেশার ভান করতেন বলেও জানা যায়।

ওই মামলায় শফিকুলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।