শিরোনাম

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : সরকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করেছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তাকে সরকারি চাকরি আইন, ২০১৮(২০১৮সালের ৫৭ নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এতে স্বাক্ষর করেছেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।