বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ২৩:১৩

ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ

ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ। ফাইল ছবি

ঝিনাইদহ, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালকে বদলী করে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঝিনাইদহ ছাড়াও নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

এর আগে গতকাল শনিবার মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে নয়জনকে নিয়োগ দেয়া হয়।