বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ২০:৪৭
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২১:২৭

দুদকের তিনটি অভিযান: বিদ্যুৎ, জলবায়ু তহবিল ও স্বাস্থ্যসেবায় অনিয়ম 

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), চট্টগ্রামের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগে কার্যাদেশ প্রদানসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয় চট্টগ্রাম-১ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের অভিযোগের ভিত্তিতে রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।

দুদক টিম দরপত্র, টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতার সনদ, সাপ্লাই ওয়ার্কস, কোয়ালিটি কন্ট্রোল সনদ, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার ও ই-জিপিতে কালো তালিকাভুক্তির সঠিকতা যাচাই করেছে। পর্যালোচনার ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। রাজধানীর মহাখালী থেকে সরেজমিনে রেকর্ডপত্র সংগ্রহের পর প্রাথমিক বিশ্লেষণে ৮৯টি প্রকল্পের মধ্যে ৫৪ শতাংশ প্রকল্পে নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে। রাজনৈতিক প্রভাবের মাধ্যমে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা গেছে। কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে টিম ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে। এসময় অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়, খাবারের মান ও পরিমাণে অসঙ্গতি এবং স্যালাইন ও ওষুধ সরবরাহে ঘাটতি ধরা পড়ে। হাসপাতাল কর্মকর্তাদের ও রোগীদের বক্তব্য গ্রহণের পর প্রাপ্ত রেকর্ডপত্রের ভিত্তিতে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।