বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ২২:০৯

আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস): আগামীকাল রোববার মহাকবি আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী পালিত হবে।

মহান এ কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে কাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার এবং এদিন বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ইকবাল ও গণতন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

আল্লামা ইকবাল সংসদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠেয় সেমিনারে প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক ও কবি নাসির হেলাল।

আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহীদুজ্জামান, রাওয়া‘র প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হক, প্রখ্যাত সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসেন মঞ্জুসহ দেশবরেণ্য চিন্তকবৃন্দ।

আল্লামা ইকবাল ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার। তার ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তিনি পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃত। তিনি নিজের ধর্মীয় ও ইসলামী রাজনৈতিক দর্শনের জন্যও মুসলিম বিশ্বে বিশেষভাবে সমাদৃত। তিনি পাকিস্তানের জাতীয় কবি।

ইকবাল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও ইরান ছাড়াও আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসাবে প্রশংসিত। 

বিশিষ্ট কবি হিসেবে সর্বাধিক পরিচিত হলেও তিনি ‘আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ’ হিসেবেও অত্যন্ত প্রশংসিত। তার প্রথম কাব্যগ্রন্থ আসরার-ই-খুদী ১৯১৫ সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল। তার কবিতার গ্রন্থগুলোর মধ্যে রয়েছে রুমুজ-ই-বেখুদী, পয়গাম-ই-মাশরিক এবং জুবুর-ই-আজাম।